তাপপ্রবাহ থাকবে আরও কিছুদিন
প্রকাশিত : ১৩:৫৭, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৫:১৯, ২৩ মে ২০১৭

জৈষ্ঠ্যের খরতাপে অতিষ্ট জনজীবন। গরমে নাভিশ্বাস উঠছে সবার। বয়ষ্ক, শিশু এবং শ্রমজীবী মানুষের অবস্থা বেশি খারাপ। আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে। এদিকে গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান ও রোদ এড়িয়ে চলাসহ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের।
গ্রীষ্মের তাপে পুড়ছে সারাদেশ। ঘরে বাইরে এতটুকু স্বস্তি নেই কোথাও।
সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাসের হালকা লাগছে চোখেমুখে। দরদর করে ঘামছেন সবাই। ছাতা মাথায় দিয়ে কিংবা হাত পাখার বাতাসে গরম কমানোর চেষ্টা করছেন অনেকেই।
শ্রমজীবী মানুষের অবস্থা নিতান্তই করুণ। জীবিকার তাগিদেই প্রচন্ড গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে জানালেন তারা।
সূর্য দীর্ঘ সময় খাড়াভাবে কিরণ দেয়া এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। দেশের বেশীরভাগ এলাকায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরো কিছুদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ
প্রচন্ড গরমে ডায়রিয়া, পানিশূন্যতাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তাই স্বাস্থ্যের সুরক্ষায় প্রচুর পানি পান ও রোদ থেকে দূরে থাকার পরামর্শ চিকিৎসকের।
তবে এই অসুস্থ হওয়া নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন